• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৯:২৪
পাকিস্তান-অস্ট্রেলিয়া
ছবি-এএফপি

ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি সিরিজে একই ভুল দ্বিতীয়বার করেননি অজি ক্রিকেটাররা। দুর্দান্ত পারফরম্যান্স করে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (১৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২ বল হাতে থাকতে ১৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৩ রানের জয় পায় অজিরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাক ব্যাটাররা। বাবর আজম ৩ রান করে আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন সালমান আঘা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে পাকিস্তান।

অধিনায়ক রিজওয়ান ওপেনিংয়ে নেমে ২৬ বল খেলে করেন মাত্র ১৬ রান। পরের দিকে উসমান খান ৩৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু উসমান ফেরার পর পাকিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে। এক প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছেন ইরফান খান। কিন্তু তার ২৮ বলের অপরাজিত ৩৮ রানের ইনিংসটি কোনো কাজে আসেনি। ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন স্পেনসার জনসন। এ ছাড়াও অ্যাডাম জাম্পা দুটি এবং জেভিয়ার বার্টলেট নেন এক উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে উড়ন্ত সূচনা করেছিল দুই অজি ওপেনার ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেসার-ম্যাকগ্রাক। দুজনে ২২ বলে ৫২ রানের জুটি গড়েন। ৯ বলে ২০ রান করে ম্যাকগ্রাক আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন জস ইংলিশ। আর ৩২ রান করে বোল্ড আউট হন শর্ট।

এরপরই রানের গতি কমতে থাকলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আব্বাস আফ্রিদি তিনটি এবং সুফিয়ান মুকিম নেন দুই উইকেট।

আরটিভি/ এসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে