নেইমারকে কিনে ‘মেডিকেল ডিপার্টমেন্ট’ বানাতে চান না ব্রাজিলিয়ান ক্লাব সভাপতি
ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। যার ফলে বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে। গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর গত ২২ অক্টোবর আল হিলালের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
কিন্তু দুই ম্যাচ না যেতেই আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নামেন নেইমার। কিন্তু শেষ বাঁশির তিন মিনিট আগে হ্যামস্টিংয়ের চোটে পড়েন তিনি। যার ফলে আবারও দেড় মাসের জন্য মাঠে বাইরে চলেছে গেছেন নেইমার।
২০২৩ সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র ৭ ম্যাচ খেলেছেন নেইমার। বারবার চোটে পড়ার কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে দারুণ বিপদে পড়েছে সৌদি প্রো-লিগের ক্লাবটি। বসিয়ে রেখে নেইমারকে বাৎসরিক ৯ কোটি ডলার বেতন দিতে হচ্ছে আল হিলালকে।
তাই গুঞ্জন উঠছে, আগামী বছরের চুক্তি শেষে নেইমারকে ছেড়েই দেবে আল হিলাল। সে ক্ষেত্রে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। তবে স্বদেশি ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
পেরেইরা বলেন, আমরা নেইমারকে পালমেইরাসে নেব না। কারণ, এই ক্লাব কোনো মেডিকেল ডিপার্টমেন্ট নয়। আমি এমন একজনকে চাই, যে কি না কোচ চাইলে আগামীকালই মাঠে নামতে পারবে। আনফিট কারও সঙ্গে আমাদের কোনো চুক্তি আমি মেনে নেব না।
ক্যারিয়ারের শুরু থেকেই চোটপ্রবণ নেইমার। এ কারণেই বার্সেলোনা ও পিএসজি এই তারকা ফুটবলারকে কেনার সময় তার চোটপ্রবণতার বিষয়কে বেশি গুরুত্ব দেয় ক্লাবরা। এবারের ঘটনায়ও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন