• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২৩:১১
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন এই সিরিজে। সবমিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে স্বাগতিকরা।

আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। পরে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাইঃ দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্লোবাল সুপার লিগে খেলতে বিসিবির যে শর্ত পূরণ করতে হবে সাকিবকে
বিসিবিতে নতুন পরিচালক আনা হবে: আসিফ মাহমুদ
সাকিবের সঙ্গে চুক্তি না করার কারণ জানাল রংপুর রাইডার্স
সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা