• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

গোপালগঞ্জ থেকে আইপিএলের নিলামে জায়গা করে নেওয়া কে এই সাকিব?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৪:২৪
সাকিব
ছবি- সংগৃহীত

গত আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়ে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিলাম শেষে ‘সাকিব হুসাইন ইজ নাইট’ ফেসবুকে এভাবেই অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছিল। তারপরই জানা যায় ভারতীয় এই সাকিবের আসল পরিচয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভড়কে যেতে পারেন পাঠকরা। ভারতের সাকিব হুসাইনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে সেটা বাংলাদেশে নয়, ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে। সেখানেই জন্ম এই পেসারের।

আসন্ন আইপিএলের মেগা নিলামেও রয়েছেন সাকিব। এবারের তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। আগের বার ২০ লাখ ভিত্তি মূল্যতে তাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মঞ্চে উঠে আসার অনেক লড়াই আর সংগ্রাম করতে হয়েছে সাকিব হুসাইনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্ট খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন।

২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সাকিবের। দুর্দান্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ অনুসরন করে বল নির্বাচকদের নজর কাড়েন তিনি। অনূর্ধ্ব ১৯ বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান।

যার ফলে ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে আবারও বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। এরপরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়।

কিন্তু সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। পরের বছরই তাকে দলে নেই কলকাতা নাইট রাইডার্স। মাঠে নামতে না পারলেও তারকা ক্রিকেটারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা।

তাই আশা করা যাচ্ছে, এবারও তার দিকে নজর থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির। গত বছর এক সাক্ষাৎকারে সাকিব বলছিলেন, আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব। ওরা যা খুশি তাই করতে পারে। আমি শুধু বল করার নির্দিষ্ট জুতা এবং বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম কিনব।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
তামিমের দল থেকে বাদ পড়াতে আমার কোনো হাত নেই: ভক্তকে সাকিব 
গ্লোবাল সুপার লিগে খেলতে বিসিবির যে শর্ত পূরণ করতে হবে সাকিবকে