মেসিদের কোচ মার্টিনোর পদত্যাগ
পেরু ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যেই যুক্তরাষ্ট থেকে দুঃসংবাদ পেয়েছেন মেসি। পদত্যাগ করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। এক প্রতিবেদনে টিওয়াসি স্পোর্টস জানিয়েছি, আগামী শুক্রবার (২২ নভেম্বর) মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন।
২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মার্টিনো। এরপর যুক্তরাষ্ট্রের দলটির সঙ্গে সময় ভালোই কাটিয়েছিলেন ৬২ বছর বয়সী এই কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের পেয়েছেন। বার্সেলোনার পুরাতন শিষ্যদের নিয়ে মার্কিন লিগে রীতিমতো আধিপত্য দেখিয়েছিলেন।
যদিও মায়ামির হয়ে শেষটা ভালো হয়নি মার্টিনোর। মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় মেসিরা। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।
মার্টিনোর অধীনে ২০২৩ লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এ ছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। তবে ক্লাব বিশ্বকাপে থাকছেন না এই কোচ।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন