• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৫:৪০
বিসিবি
ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবল দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ঘোষণার ২০ দিন মধ্যেই পুরস্কারের অর্থ বুঝে পেয়েছেন ফুটবলাররা।

মঙ্গলবার (২০ নভেম্বর) নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং নারী ফুটবলের দলের ম্যানেজার মাহমুদা আক্তার।

সর্বপ্রথম ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষিত ১ কোটি টাকা পুরস্কারের অর্থ বুঝে পেয়েছিলেন সাবিনারা। এবারে সেই তালিকায় যোগ হলো বিসিবি। তবে বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা এখনও বুঝে পাননি সাফজয়ীরা।

বাফুফের পর নারী ফুটবলার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী।

অন্যদিকে দীর্ঘদিন ঘরে বাংলাদেশ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তাই নারী ফুটবলারদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত রোববার বাফুফে ভবনে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি
চমক রেখে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বিসিবির
পিন্টুর নামে গ্যালারির নামকরণ প্রসঙ্গে সরকারের সঙ্গে কথা বলবেন তাবিথ আউয়াল
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা