• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
ব্রাজিল
ছবি-এএফপি

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অক্টোবরের আগে চার ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিল ভিনি-রদ্রিগোরা।

গত মাসে চিলি এবং পেরুকে হারিয়ে ছন্দে ফিরেছিল ব্রাজিল। কিন্তু চলতি মাসে আবারও ছন্দ হারায় সেলেসাওরা। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে তারা। এতে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করেছে ব্রাজিল।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে আজ (বুধবার) উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে ড্র করেছে।

টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন থেকে পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।

২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

বিশ্বকাছে বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। আর এই ছয় ম্যাচের ৪টিতে জয় পেতে হবে সেলেসাওদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৭। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপেরট টিকিট।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া ১০টি দলই ১২টা করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া। আর ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।

তাই ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে তাদের চারটি ম্যাচ জিততে হবে। কারণ, পয়েন্ট টেবিলে নিজের ৬ দলের মধ্যে রাখতে হলে ৪টি জয় খুবই গুরুত্বপূর্ণ।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের ৬টা করে ম্যাচ বাকি রয়েছে। তাই যেকোনো অঘটন থেকে রক্ষা পেতে হলে সেলেসাওদের সমানে সেরাটা দেওয়া ছাড়া বিকল্প নেই।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য কমিয়েছে বিসিবি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমানো হলো টিকিটের দাম