• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৮:৫১
বিসিবি
ছবি- সংগৃহীত

আগামী বছর ভারতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে অংশগ্রহণ করবে ৮ দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি জ্যোতি-নাহিদারা। তবে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ।

চলতি মাসে ঘরের মাঠে আইরিশদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আসন্ন বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে টাইগ্রেসরা। তা নাহলে খেলতে হবে বাছাইপর্ব।

তাই এই সুযোগ হাত ছাড়া করতে চান না জ্যোতি-নাহিদারা। বুধবার (২০ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, আমাদের মূল লক্ষ্য ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয়। আর আগামী বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলের পুরোনো নাম ফেরত চেয়ে ছাত্রীদের বিক্ষোভ
‘অখণ্ড ভারত’-এ বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ দিল্লির
বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ জানুয়ারি)