• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৬:৩৪
হেম্প
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ মাঠে নামবে বাংলাদেশ। এরপর মাঠে গড়াবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই সিরিজে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাই এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হেম্প নিজেই।

ক্যারিবিয়ান সফরে হেম্পের না থাকা নিয়ে স্পষ্ট করে বিসিবি থেকে কিছু জানানো হয়নি। এই সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সে ক্ষেত্রে জাতীয় দলে হেম্পকে আর দেখা যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

তবে আপাতত জাতীয় ক্রিকেট লিগের ক্রিকেটারদের দেখভাল করবেন তিনি। এ কারণে আজ শুক্রবার সিলেটে যাচ্ছেন হেম্প। সেখানে পৌঁছে আগামীকাল (শনিবার) খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ষষ্ঠ রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি।

এ বিষয়ে হেম্প বলেছেন, সবকিছু ঠিক আছে, আজ সিলেট যাচ্ছি। সেখানে পৌঁছে এনসিএলের খেলা দেখব। আপতত এনসিএল দেখব।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা