• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৮:৩৫
ভারত-অস্ট্রেলিয়া
ছবি-এএফপি

পার্থ টেস্ট দিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার সিরিজ। এই ম্যাচের প্রথম দিনে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে দুই দল। পার্থের প্রথম দিনে ১৭ উইকেট হারিয়েছে ভারত-অস্ট্রেলিয়া। যা অস্ট্রেলিয়ায় ১৯৫২ সালের পর প্রথম দিনের সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড।

শুক্রবার (২২ নভেম্বর) বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু হ্যাজেলউড, স্টার্ক এবং কামিন্সদের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি।

এদিন স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই আউট হন জয়সাওয়াল। দলীয় সংগ্রহ ৫০ ছাড়ানোর আগেই টপ অর্ডারসহ ৪ জনকে হারিয়ে বসে ভারত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে সপ্তম উইকেট ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা চালান ঋষভ পান্থ ও নীতিশ কুমার রেড্ডি।

কিন্তু দলীয় ১২৭ রানে পান্থ ৩৭ রান করে আউট হলে ভাঙে জুটি। আর বিদায়ের আগে অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস উপহার দেন নীতিশ রেড্ডি। এতে ১৫০ রানে অলআউট হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হ্যাজেলউড। এ ছাড়াও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ ২টি করে উইকেট নেন।

ভারতের এমন ধসে পড়া দেখে মনে হয়েছিল অস্ট্রেলিয়া সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। কিন্তু ভারতের মতো স্বাগতিকরাও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি।

প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অজিরা। দিন শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৭ রান। এতে করে ভারতের চেয়ে এখনও ৮৩ রান পিছিয়ে আছেন প্যাট কামিন্সরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও মোহাম্মদ সিরাজ দুটি এবং এক উইকেট নেন হার্সিত রানা।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাইজুলের থ্রোতে রান আউট হজ, খেলায় ফিরল টাইগাররা
লুইয়ের ফিফটি, ধীর গতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট
তাসকিনের জোড়া আঘাত, ভালো শুরু বাংলাদেশের