• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নেপালে দুই রুপা জিতলেন বাংলাদেশের জারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১২:২২

নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুর এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের মেয়ে হুমায়রা হায়দার জারা।

শুক্রবার (২২ নভেম্বর) দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রুপা জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রুপা নিশ্চিত করেন তিনি।

এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালি খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে জারা-নাইমা জুটি ফাইনালে হেরে যায় নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।

এর আগেও হুমায়রা হায়দার জারা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। ২০২২ সালে ইউরোপিয়ান বয়সভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতার বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈত রানার আপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

আরটিভি/ডিসিএনই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি টেনিস তারকা নাদাল
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা