• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এনসিএল টি-টোয়েন্টি উদ্বোধনে সিয়াম ও আমিন খান

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৫১
ছবি: আরটিভি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন নায়ক সিয়াম ও আমিন খান।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এসকে ফাহিম সিনহা, নিজামউদ্দিন চৌধুরী এবং হাবিবুল বাশার সুমন। এ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা।

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

আট দলের টুর্নামেন্টটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে রিমার্ক হারল্যান।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা
৩৫১টি দল নিয়ে মাঠে গড়াল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
সিলেটকে হারিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর 
ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত