এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টের আগেই মাঠে ফিরবেন তামিম ইকবাল। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগ। যেখানে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে মাঠে নামবেন দেশসেরা এই ওপেনার।
সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের, আর শেষ হবে ২৩ ডিসেম্বর। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টটির লোগো উন্মোচন করেছে বিসিবি।
বেশ কিছুদিন ধরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়মিত দেখা যাচ্ছে তামিম ইকবালকে। একাডেমি মাঠে ও ইনডোরে নিয়মিত অনুশীলন করছেন তিনি। নিজেই জানিয়েছিলেন বিপিএলের জন্য অনুশীলন শুরু করেছিলেন। এবার জানা গেল বিপিএল নয়, এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম।
টুর্নামেন্টটিকে লোকাল ক্রিকেটাররা বিপিএলের প্রস্তুতি হিসেবে মাঠ মাতাতে দেখা যাবে। যেখানে তামিম ইকবালও খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্বাচকদের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন বলে জানান হান্নান সরকার।
জাতীয় দলের এই নির্বাচক বলেছিলেন, তামিম ইকবালের বিষয়টা তার নিজের ভাবনা, পাশাপাশি আমাদের বোর্ডেরও কিছু ভাবনা রয়েছে। কিন্তু তামিম এনসিএল টি-টোয়েন্টিটা খেলবেন সেখানে তিনি ইচ্ছা পোষণ করেছেন। তাই সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া যায়।
ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা। তাই চট্টগ্রামের হয়ে মাঠে নামবেন তামিম।
আরটিভি/এসআর
মন্তব্য করুন