• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভালো শুরুর পর হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ২২:০৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আন্টিগুয়া টেস্টের দ্বিতীয় দিনে প্রথম তিন ওভারে জোড়া উইকেট শিকার করে দলকে ভালো শুরু এনে দিয়েছিল হাসান মাহমুদ। কিন্তু গ্রিভস ও রোচের প্রতিরোধে হতাশা নিয়ে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩৬ রান। জাস্টিন গ্রিভস ৬৩ রানে এবং কিমার রোচ ১৯ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছে।

শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে আগের দিনে ১১ রান করা জাস্টিন গ্রিভস এবং ১৪ রানে অপরাজিত থাকা জোশুয়া দা সিলভা। কিন্তু দিনের প্রথম ওভারেই দা সিলভা সাজঘরে ফিরিয়েছেন হাসান মাহমুদ।

২৩ বলে ২৪ রান করেন সিলভা। এক ওভার পরে আলজারি জোসেফকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান। এতে ২৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর কিমার রোচকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলের গ্রিভস। ৮৮ বলে নিজের ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে ৩০০ পেরিয়েছে স্বাগতিকরা।

এর আগে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলছিল ওয়েস্ট ইন্ডিজ।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও সংবিধানে পাঁচ মূলনীতি চায় সংস্কার কমিশন
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ