বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
আন্টিগুয়া টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালো না হলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের হতাশায় ডুবিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেল গ্রিভস ও রোচ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৭১ রান। জাস্টিন গ্রিভস ৮৪ রানে এবং কিমার রোচ ৩১ রানে ব্যাট করছেন।
শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে আগের দিনে ১১ রান করা জাস্টিন গ্রিভস এবং ১৪ রানে অপরাজিত থাকা জোশুয়া দা সিলভা। কিন্তু দিনের প্রথম ওভারেই দা সিলভা সাজঘরে ফিরিয়েছিল হাসান মাহমুদ। ২৩ বলে ২৪ রান করেন সিলভা।
এক ওভার পরে আলজারি জোসেফকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছিল হাসান। এতে ২৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর কিমার রোচকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন গ্রিভস। ৮৮ বলে নিজের ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।
দুজনের ২২৭ বলে ১০৯ রানের জুটিতে ভর করে দলীয় ৩৭০ রান পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্ত পৌঁছে গেছেন গ্রিভস। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কিমার রোচ।
এর আগে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলছিল ওয়েস্ট ইন্ডিজ।
আরটিভি/এসআর
মন্তব্য করুন