• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাহুলকে কিনতে যত কোটি খরচ হলো দিল্লি ক্যাপিটালসের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:১৫
রাহুল
ছবি-এএফপি

আইপিএলের গত দুই আসরে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু আসন্ন আইপিএলের জন্য তাকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে এই ভারতীয় ওপেনারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ১৪ কোটি রুপিতে রাহুলকে দলে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এদিন ২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন কলকাতা। কিন্তু দিল্লি আগ্রহ দেখালে সরে দাঁড়ায় তারা। এর মাঝে চেন্নাই সুপার কিংস রাহুলকে নিতে আগ্রহ দেখায়। তবে দিল্লি ১৪ কোটি পর্যন্ত উঠলে হাল ছেড়ে দেয় চেন্নাই।

এদিকে গত আসরে দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পান্থ। আর তাকে আইপিএলের রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাহুলের আগের দল লখনৌ সুপার জায়ান্ট। সুতরাং দিল্লি এবং লখনৌ তাদের অধিনায়ক পরিবর্তন করল তা বলায় যায়।

গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। এর একজন পরেই নিলামে ওঠা পান্থের নাম। সেখানেই জাতীয় দলের সতীর্থকে পিছনে ফেলেছেন তিনি।

এ ছাড়াও নিলামের প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল-জাদেজার ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েছে ভারত
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি
নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, জেনে নিন সম্ভাব্য মূল্য
একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড