• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

দিনের শুরুতেই দিপুর বিদায়, ৩ উইকেট নেই বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২১:১০
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি- সংগৃহীত

অ্যান্টিগুয়া টেস্টে প্রথম ইনিংসে ৪৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জবাব দিতে দ্বিতীয় দিনের শেষ সময়ে ২ উইকেট হারিয়েছিল টাইগাররা। তৃতীয় দিনের শুরুটাও ভালো করতে পারেনি সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। মুমিনুল হক ২৫ রানে এবং লিটন দাস ৫ রানে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনও ৩৭৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

রোববার (২৪ নভেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে লড়াইয়ের অভাস দিয়েছিল মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দিপু। মাত্র ৮ রান যোগ করতেই ক্যাচ আউট হন এই তরুণ ব্যাটার।

এর আগে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। দিন শেষে মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত ছিল।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
এদেশের মাটিতেই স্বৈরাচারের বিচার হবে: ডা. শফিকুর রহমান 
স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ ইসলাম