• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইপিএল নিলাম

দল পেলেন না গোপালগঞ্জের সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৫০
সাকিব
ছবি- সংগৃহীত

গত আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিলাম শেষে ‘সাকিব হুসাইন ইজ নাইট’ ফেসবুকে এভাবেই অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছিল। তারপরই জানা যায় ভারতীয় এই সাকিবের আসল পরিচয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভড়কে যেতে পারেন পাঠকরা। ভারতের সাকিব হুসাইনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে সেটা বাংলাদেশে নয়, ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে। সেখানেই জন্ম এই পেসারের।

এবারের আইপিএলের মেগা নিলামেও ছিলেন সাকিব। এবারের তার ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে নাম তোলা হয়েছিল এই ক্রিকেটারের। কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত বছর ২০ লাখ ভিত্তি মূল্যতে তাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মঞ্চে উঠে আসার অনেক লড়াই আর সংগ্রাম করতে হয়েছে সাকিব হুসাইনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্ট খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন।

২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সাকিবের। দুর্দান্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ অনুসরণ করে বল নির্বাচকদের নজর কাড়েন তিনি। অনূর্ধ্ব ১৯ বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান।

যার ফলে ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে আবারও বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। এরপরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়।

কিন্তু সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। পরের বছরই তাকে দলে নেই কলকাতা নাইট রাইডার্স। মাঠে নামতে না পারলেও তারকা ক্রিকেটারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। কিন্তু এবারের নিলামে দল পাননি তিনি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি