• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইপিএল নিলাম

দল পেলেন না মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৪
মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। আর নিলাম থেকেও তাকে দলে নেয়নি কোনো দল।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে নাম ওঠানো হয় মোস্তাফিজের। কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এর আগে ২০১৬ সালে আইপিএল ক্যারিয়ার শুরু হয় এই টাইগার পেসারের। সেবার হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফিজ।

এরপর দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলস এবং চেন্নাইয়ের হয়ে খেলেছেন ফিজ। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। শিকার করেছিলেন ১৪ উইকেট।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ
নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, জেনে নিন সম্ভাব্য মূল্য