• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইপিএলের নিলামে নাম উঠল না সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২১:০০
সাকিব আল হাসান
ছবি-এএফপি

আন্তর্জাতিক ব্যস্ততার কারণে গত আসরে আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় আইপিএলের আগামী আসরের শুরু থেকেই সাকিব খেলতে পারবেন বলে জানিয়েছিল বিসিবি। কিন্তু এবারের নিলামে নাম তোলা হয়নি সাকিবের।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আজ (সোমবার) দ্বিতীয় দিনে নাম ওঠানোর কথা ছিল সাকিবের। এবার আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি রুপি।

নিলামের তালিকায় সাকিবের নম্বর ৪৩৯ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানা তো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক।

এর আগে, গত ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে পোস্ট করেছিল চেন্নাই। ক্যাপশনে লিখেছিল জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছিল। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে ধরেই নিয়েছিলেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি।

সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শিরোপা জিতেছেন দুবার। অংশ নিয়েছেন মোট আটটি আসরে। টুর্নামেন্টে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট ৬৩টি।

সবশেষ ২০২৩ সালের আইপিএলে দল পেয়েছিলেন সাকিব। সেবার তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে মাঠে নামতে পারেননি তিনি। তাই সেবার নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন সাকিব। তার বদলি হিসেবে দলে কলকাতা দলে নিয়েছিল জেসন রয়কে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি