• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইনিংস ঘোষণা বাংলাদেশের, ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২১:৩৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আন্টিগুয়া টেস্টে প্রথম ইনিংসে ৪৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে তিন উইকেট হারিয়েছে স্বাগতিকদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৭ রান। অ্যালিক অ্যাথানাজে ৮ এবং কাভেম হজ ৪ রানে ব্যাট করছেন। এতে ২২৮ রানের লিডে রয়েছে ক্যারিবিয়ানরা।

সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার মিকাইল লুই। ১৩ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন কেসি কার্টি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ৩৫ বলে ২৫ রান করে এই ক্যারিবিয়ান অধিনায়ক আউট হলে দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের পর মিরাজের আঘাত, খেলায় ফিরল বাংলাদেশ
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
ব্যাটারিচালিত রিকশার সমস্যা সমাধানে যাত্রী কল্যাণ সমিতির ৮ সুপারিশ 
৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি