অবশেষে এনসিএলে শিরোপা জয়ের স্বাদ পেল সিলেট
জাতীয় ক্রিকেট লিগে গত কয়েক বছর ধরে ভালো করছিল সিলেট বিভাগ। কিন্তু শিরোপার দেখা পাচ্ছিল না দলটি। গত দুই আসরে রানার্স আপ হলেও এবার আর শিরোপা হাত ছাড়া করেনি রাজিন সালেহর শিষ্যরা। এক ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করেছে সিলেট বিভাগ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৫ উইকেটে হারিয়ে জাতীয় লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হলো সিলেট।
প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রানে অলআউট হয় বরিশাল। পাল্টা ব্যাট করতে নেমে সিলেট প্রথম ইনিংস শেষ করে ৩৪২ রানে। দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে বেঁধে ফেললে সিলেটের জয়ের জন্য দরকার পড়ে মাত্র ১০৫ রানের।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজ চতুর্থ দিনের শুরুতে চাপে পড়ে সিলেট। মাত্র ২৭ রানে খোয়া যায় ৩ উইকেট। ওপেনার পিনাক ঘোষ (১৮), তৌফিক খান তুষার (০) ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দিশান শূন্য রান করেন।
এরপর দলের হাল ধরেন অমিত হাসান ও নাসুম আহমেদ। নাসুম ৫২ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও অমিত হাসান ঠিকই অন্যপ্রান্ত আগলে রাখেন। এরপর ৬৯ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন অধিনায়ক অমিত।
এদিকে সিলেট চ্যাম্পিয়ন হলে এবারের জাতীয় লিগের আরও এক রাউন্ড খেলা বাকি। সমান ৬ খেলা শেষে সিলেটের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৭। আর রংপুর বিভাগের পয়েন্ট ২৩। এ ছাড়া ঢাকা বিভাগের পয়েন্ট ১৮।
অন্যদিকে ঢাকা মেট্রোর পয়েন্ট ২১। এখন শেষ খেলায় যদি সিলেট হেরেও যায়, আর রংপুর বোনাসসহ (জয়ের সুবাদে ৮ আর বোনাস ১) পুরো ৯ পয়েন্টও পায়, তাও সিলেটকে টপকে যেতে পারবে না আর। তাই এখন শেষ ম্যাচ সিলেটের কাছে নিয়মরক্ষার শুধু। ওই ম্যাচে হারলেও সিলেটই চ্যাম্পিয়ন।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন