• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৯
বাংলাদেশ-ভারত
ছবি- সংগৃহীত

আর মাত্র দুই দিন পর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। এর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ভারতকে ২৭ রানে হারিয়ে জুনিয়র টাইগাররা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে পারে জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন আজিজুল হাকিম তামিম। আর ৪০ রান করেছেন দেবাশীষ।

জবাব দিতে নেমে ৩৯ ওভার ৫ বলে খেলে ১৯০ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আমান ৩০ রান করে আউট হলেও একই লড়াই করছিল সিদ্ধার্থ। এই ব্যাটার ৫৬ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি ভারত।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটিং ব্যর্থতা ছাড়াও ম্যাচ হারের জন্য যে কারণ দেখালেন মিরাজ
আন্টিগুয়ায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের
শুক্রবার যে পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন