• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আন্টিগুয়ায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২১:০২
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি- সংগৃহীত

ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াটওয়াশ হওয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আন্টিগুয়ায় বাংলাদেশকে রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৫০ রান করেছিল ক্যারিবিয়ানরা। আর নিজেদের প্রথম ইনিংসে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৫২ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। জবাব দিতে নেমে টাইগাররা ১৩২ রানে থামলে ২০১ রানের জয় পায় সফরকারী।

১০৯ রান তুলতে ৭ হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) পঞ্চম দিনে ব্যাট করতে শুরুতেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। এতে ১১৩ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন চতুর্থ দিনে ১৫ রানে অপরাজিত থাকা জাকের আলী। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৫৮ বলে ৩১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার।

এরপর ৪ বলে ১ রান করে আহত হয়ে মাঠে ছাড়লে ১৩২ রানে থামে বাংলাদেশ। এতে ২০১ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও আলজারি জোসেফ দুটি এবং শামার জোসেফ নেন এক উইকেট।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত