• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সেঞ্চুরির আক্ষেপ শারমিনের, বড় পুঁজি পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৩:২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড
সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। আর এই ম্যাচে আগে ব্যাট করে আইরিশদের ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংসে খেলেছেন শারমিন আক্তার।

বুধবার (২৭ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান।

তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ আউট হন তিনি। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলছেন ফারজানা। তাকে সঙ্গ দিচ্ছেন শারমিন আক্তার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন শারমিনও। তবে ফিফটির পর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি ফারজানা। ১১০ বলে ৬১ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।

চতুর্থ উইকেটে শারমিনকে সঙ্গে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু জ্যোতি ২৮ রানে আউট হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শারমিন। কিন্তু ৯৬ রান করে ক্যাচ আউট হন তিনি।

শেষ পর্যন্ত শোবহানা মোস্তারির ৫ রান এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৩ রানে ভর করে ২৫২ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ফ্রেয়া সারজেন্ট। এ ছাড়াও লরা ডিলানি, অ্যাইমি ম্যাগুইরে একটি করে উইকেট নেন।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত