• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রথম টেস্টে হারের জন্য স্পিনারদেরও কাঠগড়ায় তুললেন ফাহিম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৮:২৫
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছিলেন অধিনায়ক মিরাজ। কিন্তু ব্যাটারদের সঙ্গে সঙ্গে দলের স্পিনারদেরও কাঠগড়ায় তুলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ শেষে এমন মন্তব্য করেন তিনি।

প্রথম ইনিংসে শুরুটা খারাপ হলেও মিকাইল লুইস (৯৭) ও অলিক আথানাজের (৯০) ১৪০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টেল-এন্ডারে আলজারি জোসেফ ও কেমার রোচও কাকতালীয়ভাবে ১৪০ রানের জুটি গড়েছেন।

ক্যারিবিয়ান ব্যাটারদের এই সাফল্য পিছনে বাংলাদেশের স্পিনাদের ব্যর্থতাকে খুঁজে পেয়েছেন এই বিসিবি পরিচালক। তিনি বলেন, পেস বোলার খুবই ভালো বল করেছে। কিন্তু মাঝে তাদের দুটি ভালো ইনিংস খেলেছে। যা ফলে আমাদের লক্ষ্যটা বড় হয়ে গেছে। আমরা যদি তাদের আটকাতে পারতাম তাহলে ম্যাচটা সহজ হতো।

স্পিনারদের ব্যর্থতা নিয়ে ফাহিম বলেন, আমাদের যে বোলিং শক্তি আছে তাতে আমরা ৩৫০ রানের মধ্য আটকাতে পারতাম। কিন্তু পেসাররা ভালো করলেও, মাঝে স্পিনাররা উইকেট নিতে পারেনি। এই জন্য ম্যাচটা কঠিন হয়ে গেছে।

দলের এমন টানা ব্যর্থতায় পরের ম্যাচে কোনো পরিবর্তন দরকার আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। কারণ, দলের সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে কি চলছে আমি জানি না। তবে পরিবর্তন দরকার, কিন্তু যাদেরকে আনবে তারা যে ভালো খেলবে সেটার নিশ্চয়তা নেই।

‘পাশাপাশি ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে, সেটা তো ম্যাচের বাইরে রয়েছে, ভালো খেলবে কি না। বাইরে থেকে আমাদের মনে হতেই পারে পরিবর্তন দরকার।’

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমাদের পরিকল্পনা ছিল ৩০০ রান করার: সুলতানা
আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের
দ্রুত তিন উইকেট শিকার করে আইরিশদের চাপে রেখেছে টাইগ্রেসরা
বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই