• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচই হচ্ছে না মিরপুরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৬
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের কোনো ম্যাচই হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানায়, রাজধানীর আর্মি স্টেডিয়ামকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভেন্যু করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে দুর্ভাগ্যবশত আর্মি স্টেডিয়ামকে পাচ্ছে না বোর্ড। সেজন্যই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সরিয়ে নিতে হচ্ছে এনসিএলের সুপার ফোর ও ফাইনালের ভেন্যু।

যদিও কদিন আগেই এনসিএল টি-টোয়েন্টির স্পন্সরগুলোর সঙ্গে গণমাধ্যমকে পরিচয় করিয়েছিল বিসিবি। সেখানে প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সিলেটে শুরু হবে টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।’ তবে এখন আর সেটা হচ্ছে না। সিলেটেই সব ম্যাচই হবে।

বিসিবির একটি সূত্র জানায়, আগামী ১১ ডিসেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে। ৮ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। এরমধ্যে আবার ২৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় মিরপুর স্টেডিয়ামে ব্যাপক কাজ করতে হবে। তাই রাজধানী ঢাকায় কোনো ম্যাচই রাখা হয়নি। এতে করে ডে-নাইট যে চিন্তা ভাবনা ছিল বিসিবির। কিন্তু সেটার সম্ভাবনাও ক্ষীণ।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি
মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট