৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস গড়ল শ্রীলঙ্কা
নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এ ছাড়া বলের বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৮৩ বল খেলেছে তারা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানের নজিরও গড়েছে দলটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডারবানে সিরিজের প্রথম টেস্টে দিনের শুরুতে শ্রীলঙ্কার বোলিং লাইনআপে ১৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন বিধ্বংসী এক স্পেলেই লজ্জার এই ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। এই প্রোটিয়া পেসার ৬ দশমিক ৫ ওভার বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া দুটি পেয়েছেন জেরাল্ড কোয়েৎজর ও একটি উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা।
এর আগে ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়ার নজির ছিল লঙ্কানদের। এবার ডারবানে তা ছাড়িয়ে গেল।
আরটিভি/এসএপি/এস
মন্তব্য করুন