• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

টানা তিন হারে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৪২
বাংলা টাইগার্স
ছবি-ফেসবুক

আবুধাবি টি-টেন লিগে শিরোপা জয়ের লক্ষ্যে এবার সাকিব-রশিদদের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছিল বাংলা টাইগার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটিকে পুরোপুরি হতাশ করেছেন ক্রিকেটাররা। শিরোপা তো দূরের কথা বাংলা টাইগার্সকে সেমিফাইনালে তুলতে পারেনি সাকিব বাহিনী।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন রশিদ খানরা। কিন্তু পরের তিন ম্যাচে টানা হারের মধ্য দিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচে ইউপি নাওয়াবসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তারা।

শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে নাওয়াবসকে ৮৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলা টাইগার্স। জবাব দিতে নেমে ১২ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ইউপি নাওয়াবস।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। কিন্তু অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ১৬ বলে ৩৬ রান করে আউট হন ফার্নান্দো।

এরপর ১৯ বলে ২৭ রান করে আন্দ্রে ফ্লেচার আউট হলে নাজিবুল্লাহ জাদরানের ৫ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ১২ বলে এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় নাওয়াবস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলা টাইগার্সের দুই ওপেনার হজরাতুল্লাহ জাজাই এবং মোহাম্মদ শেহজাদ। দুজনের ব্যাট থেকে আসে ৪৪ রান।

কিন্তু ষষ্ঠ ওভারে বাংলা টাইগ্রার্সের তিন উইকেট তুলে নিয়ে বিপাকে ফেলে ইংলিশ পেসার টাইমাল মিলস। প্রথম বলে জাজাই (২৪), তৃতীয় বলে লিভিংস্টোন (০) এবং পঞ্চম বলে দাসুন শানাকাকে সাজঘরে ফেরান মিলস।

এরপর ১৫ বলে ২৭ রান করে ইফতেখান আহমেদ আউট হলেও মোহাম্মদ শেহজাদের অপরাজিত ২৩ রানের ভর করে ৮৭ রানের লড়াকু পুঁজি পেয়েছিল বাংলা টাইগার্স।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব গলের হয়ে বল করলেন না, হারলেন ম্যাচ
রাতে মাঠে নামছেন সাকিব, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি 
সাকিবের হতশ্রী ব্যাটিং, টানা দুই হারে বিদায় বাংলা টাইগার্সের