• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দ্বিতীয় দফায় পেছাল বাংলাদেশের ম্যাচের টস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২৩:১৮
সংগৃহীত ছবি

ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দফায় পেছানো হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের টস।

স্থানীয় সময় সকাল ৮টায় টসের নির্ধারিত সময় থাকলে পর্যবেক্ষণ শেষে জানানো হয়, এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই। এরপর বেলা ১১টায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারেনি আম্পায়ারদের।

ফলে দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হলো টসের সময়। নতুন সময় অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।

যদিও কিংস্টনে এখন আকাশ ঝলমলে আকাশ তবুও দ্বিতীয় পর্যবেক্ষণেও মাঠের অবস্থা খুব একটা সুখকর না। গত কয়েক দিনের বৃষ্টির কারণে উইকেটের পাশে ও আউটফিল্ডের বড় একটা অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। খেলা মাঠে গড়ালেও খুব বেশি ওভার হবে না। লাঞ্চ বিরতির পরেই খেলা শুরু হতে পারে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে টাইগারদের ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

সবশেষ ২০০৯ সালের সফরে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর ক্যারিবিয়ান দ্বীপে কখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা।

সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ রমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকি দুই টেস্ট ড্র হয়।

আরটিভি/এসএপি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত