• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো যুবারা

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩
মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো যুবারা
ছবি : সংগৃহীত

যুব এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার সঙ্গে ড্র করে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা।

শনিবার (৩০ নভেম্বর) তৃতীয় ম্যাচে যুবারা ২-২ গোলে ড্র করেছে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে।

২ মিনিটে দানিশ দানিয়ালের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ২৭ মিনিটে পেনাল্টি কর্নারে সেই গোল শোধ করেন আমিরুল ইসলাম। ৩৬ মিনিটে মোহাম্মদ হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়েও যায়; কিন্তু অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে ২-২ করেন।

এই ১ পয়েন্ট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোববার গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনকে হারাতে পারলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। ড্র করলেও ভালো সম্ভাবনা থাকবে।

তথ্যসূত্র বলছে, হকিতে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে এশিয়া থেকে ৭টি দল খেলবে। স্বাগতিক ভারতসহ আরও ছয়টি দল খেলবে এতে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি ৬ দলের মধ্যে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে।

১০ দল নিয়ে ছেলেদের বিভাগে খেলা শুরু হয়েছে ২২ নভেম্বর। প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। যদিও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে বিশ্বকাপে যাওয়ার সুযোগ ধরে রেখেছে।

এ বিষয়ে বাংলাদেশ কোচ মওদুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে যাবে বলেই আমি বিশ্বাস করি। আজ রকি স্ট্রোক মিস করেছে। তবে জেতার মতোই খেলেছি আমরা। আমি খুবই খুশি। চীনের সঙ্গে জিতলে আমাদের পয়েন্ট হবে ৭। চীনের সঙ্গে ড্র করলেও আমরা গ্রুপে তৃতীয় হব। ফলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যুব বিশ্বকাপে খেলার।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
ইএসকেএলের অনিয়ম-দুর্নীতিতে দুর্ভোগে মালয়েশিয়া প্রবাসীরা
ওমানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
মালয়েশিয়ায় বাংলাদেশের ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত