• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

জ্যামাইকায় সম্মান বাঁচানোর লড়াই করছে বাংলাদেশ টেস্ট দল। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মিরাজ।

এ ছাড়াও এই সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কেও। তারাও চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এই সিরিজ থেকে। তবে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন।

অন্যদিকে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা জাকির হাসান। তবে জায়গা ধরে রেখেছেন সদ্য অভিষেক হওয়া নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আরটিভি/এসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএলের ড্রাফটের দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ জানুয়ারি)
আরামকো তিনবার বাংলাদেশে এলেও স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি