• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেসির নাম লেখা বুট পরে খেলবেন যে ১০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪
মেসি
ছবি-এএফপি

‍নিজের নামের পাশে আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসির নাম ব্যবহার করতে কে না চায়। এই আগ্রহকে মাথায় রেখে স্পোর্টস ওয়ার কোম্পানি অ্যাডিডাস মেসির জন্য বিশেষ বুট তৈরি করেছে। মেসি যে বুটজোড়া পরে খেলেন সেখানে তার নাম লেখা থাকে। মেসির প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে অনেকেই নিজেদের বুটে মেসির নাম লেখার আগ্রহ প্রকাশ করেন। আর এই আগ্রহকে কাজে লাগিয়ে পছন্দের ১০ জনকে মেসির নাম লেখা বুট দিচ্ছে অ্যাডিডাস কোম্পানি।

অ্যাডিডাসের প্রচারণার অংশ হিসেবে ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০ জন ফুটবলার। এর আগে, অক্টোবরের ১০ তারিখে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস। অ্যাডিডাসের প্রচারণার উদ্যোগ হিসেবে ‘মেসি+১০’ থিমটি বেশ চাউর হয়।

মেসির নামাঙ্কিত একজোড়া বুট পরে নারী-পুরুষ মিলিয়ে যে দশ ফুটবলার খেলবেন, সেই দশ জনকে মেসি নিজেই বাছাই করেছেন। দশ জনের দলে রয়েছেন লামিনে ইয়ামাল, ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির।

গত শনিবার (৩০ নভেম্বর) বার্সেলোনা-পালমাসের মধ্যকার ম্যাচে লামিনে ইয়ামালের পায়ের দিকে নজর পড়ে সবারই। ক্যামেরার ফ্রেমে দেখা যায় চোট কাটিয়ে তখন বেঞ্চে বসা লামিনে ইয়ামালের পায়ে যে বুট ছিল, সেই বুটে লেখা ছিল মেসির নাম।

অ্যাডিডাসের এই উদ্যোগ নিয়ে এর আগে মেসি বলেছিলেন, ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।

আরটিভি/এমএম/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন
হারের বৃত্তে ম্যানসিটি, উড়ছে লিভারপুল
টিভিতে আজকের খেলা
একনজরে দেখে নিন ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের নাম