• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

নাহিদের সফলতার ভাগীদার হাসান-তাসকিন: বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
নাহিদ রানা
ছবি- বিসিবি

জ্যামাইকা টেস্টে টাইগারদের দাপুটে বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেছেন তরুণ পেসার নাহিদ রানা। তার এই সাফল্যের পিছনে তাসকিন-হাসানদের অবদান রয়েছে বলে মন্তব্য করছেন বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

তিনি বলেন, আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এটা (রানার ফাইফার) আসবে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে একটা পর্যায়ে উইকেট আসবেই। ফেব্রুয়ারিতে তার যখন অভিষেক হয়েছিল, তখন সে জায়গা মতো বল ফেলতে পারছিল না। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই সে প্রথম ম্যাচে খেলেনি।

‘খেলাটাকে ভালোমতো বুঝতে হবে তার এবং দেখতে হবে কীভাবে নিজের জন্য সুযোগ তৈরি করে। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে।’

১৮ ওভারে ৬১ রান খরচ করে ফাইফার তুলে নিলেও চতুর্থ দিন নিয়ে চিন্তার ছাপ ছিল নাহিদেরও। এ বিষয়ে টাইগার পেসার বলেন, ব্যাটাররা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।

নাহিদ আরও বলেন, কিংসটনের পিচ ও আউটফিল্ড অনেকটা ধীরগতির। এমন উইকেটে ২১১ রানে এগিয়ে থাকা বড় ব্যাপার। চতুর্থ দিনে আরও কিছু রান যোগ করতে পারলেই চ্যালেঞ্জিং একটা লক্ষ্যও দিতে পারবে বাংলাদেশ।

আরটিভি/এমএম/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফারুক হাসান ছাত্রদল নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন: জাতীয় বিপ্লবী পরিষদ
প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
লুৎফরের কথায় মিতুর কণ্ঠে নতুন গান
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব সবার: নাহিদ