• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাফিনিয়ার জোড়া গোল, জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৬
বার্সেলোনা
ছবি-এএফপি

স্প্যানিশ লা লিগায় নিজেদের চেনা রূপে ফিরল বার্সেলোনা। টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার পর মায়োর্কার বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে মায়োর্কা ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন গোড়ালির ইনজুরির কারণে একমাস মাঠের বাইরে থাকা লামিন ইয়ামাল। রবার্ট লেওয়ানডস্কিকে বিশ্রামে পাঠিয়ে তরুণ এই স্প্যানিশ তারকাকে মাঠে নামান ফ্লিক।

এদিন ম্যাচে শুরুতেই আক্রমণাত্মক। খেলার দ্বাদশ মিনিটে দানি ওলমোর পা থেকে ছুটে আসা বল জটলার মধ্যে জালে পাঠান তোরেস। ম্যাচের ৪৩তম মিনিটে মাফিওর পাস থেকে মায়োর্কা ফরোয়ার্ড মারিকির দারুণ শটে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৫৬তম মিনিটে ইয়ামাল প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। এরপর ৭৪তম মিনিটে আরও একটি গোল পান তিনি। ইয়ামালের বাড়িয়ে দেয়া পাস থেকে জাল খুঁজে নেন সুযোগসন্ধানী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লা লিগায় এই পর্যন্ত ১৬ ম্যাচে ১১ গোলের মালিক এই ব্রাজিলিয়ান।

৭৯তম মিনিটে দলের ব্যবধান বাড়ান বদলি নামা ডি ইয়ং। নিজেদের বক্সে ভুল করা মায়োর্কার জাল খুঁজে নেন ডাচ এই মিডফিল্ডার। বার্সার হয়ে ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন আরেক বদলি নামা ভিক্তর।

এই মৌসুমে ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সা। দুই ম্যাচ কম খেলা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

আরটিভি/এমএম/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
লাল কার্ড পেলেন ফ্লিক, বার্সেলোনাকে রুখে দিলো রিয়াল বেতিস
জিরোনাকে হারিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেও হেরে গেল রিয়াল মাদ্রিদ