• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চমক দিয়ে তিন সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
পাকিস্তান
ছবি- সংগৃহীত

তিন ফরম্যাটের সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাবর-রিজওয়ানরা। আর এই সফরের তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু করবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৪ ডিসেম্বর। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর, দ্বিতীয়টি ১৯ ডিসেম্বর, তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ২২ ডিসেম্বর মাঠে নামবে দুই দল। এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য।

জোহানেজবার্গে ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনে।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড

টেস্ট : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব ও সালমান আলি আঘা।

ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির ও উসমান খান।

টি-টোয়েন্টি : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির ও উসমান খান।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি