পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ক্লাসেন
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রথমেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক করা হয়েছে হেইনরিচ ক্লাসেনকে।
এ সিরিজে প্রোটিয়াদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মারক্রাম না থাকায় দলকে নেতৃত্ব দেবেন ক্লাসেন। মারক্রাম ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন।
যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ক্রিস্টান স্টাবস। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মত ছোট ফর্মেটের দলে ফিরেছেন এনরিচ নরকিয়া ও তাব্রাইজ শামসি। অলরাউন্ডার জর্জ লিন্ডেও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন।
মূলত, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি সিরিজ। তাই এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট দলের ক্রিকেটারদের।
আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু করবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৪ ডিসেম্বর। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর, দ্বিতীয়টি ১৯ ডিসেম্বর, তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ২২ ডিসেম্বর মাঠে নামবে দুই দল। এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য।
জোহানেজবার্গে ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনে।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল :
হেনরিক ক্লাসেন (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, ম্যাথু ব্রিজকে, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কেওয়েনা মাফাকা, ডেভিড মিলার, এনরিচ নরকিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, তাব্রাইজ শামসি, আন্দিলে সিমেলানে, রেসি ফন ডার ডুসেন।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন