টাইগারদের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান পেসার
অ্যান্টিগুয়া টেস্টে জয়ের পর রীতিমতো উড়ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। এতে ১-১ ব্যবধানে শেষ হয়েছে টেস্ট সিরিজ। কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশি ব্যাটারদের সঙ্গে বাজে আচরণ করায় আইসিসি থেকে শাস্তি পেয়েছেন দুই ক্যারিবিয়ান পেসার।
প্রথম ইনিংসে ১৪৬ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এতে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। হারের শঙ্কা দেখে আগ্রাসী আচরণ করতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। বিশেষ করে জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ার।
যার ফলে অপেশাদার আচরণ করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনেছেন সিলস। অন্যদিকে ১৫ শতাংশ জরিমানা হয়েছে সিনক্লেয়ারের। এ ছাড়া একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা।
দ্বিতীয় ইনিংস শুরুর ওভারে মাহমুদুল হাসান জয়কে আউট করে টাইগারদের ড্রেসিংরুমের দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন সিলস। এই ঘটনায় তার বিরুদ্ধে আচরণবিধির অনুচ্ছেদ ২.২০ ভাঙার অভিযোগ আনা হয়।
আর ক্যারিবিয়ানদের একাদশে সুযোগ না পাওয়া সিনক্লেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশি ব্যাটারদের সঙ্গে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তার বিরুদ্ধে আনা হয় অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের অভিযোগ।
ম্যাচ শেষে সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে মাঠে অপেশাদার আচরণ করার অভিযোগ তুলে শাস্তির প্রস্তাব দেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দুই বোলারই শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন