• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ যুব হকি দল। যুবাদের এই অর্জনের সম্মানে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিমানবন্দরে এসে পৌঁছায় যুবারা। বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের বিমানবন্দরে প্রাথমিক সংবর্ধনা পর্ব শেষ করার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন।

ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

যুব হকি বিশ্বকাপ গড়াবে ২০২৫ সালের ডিসেম্বরে। হাতে রয়েছে প্রায় এক বছরেরও বেশি সময়। তাই কোচিং স্টাফদের ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়ে হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান বলেন, ‘টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। টেকনিক্যাল থেকে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলা। অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। ওদের সঙ্গে কমপ্লিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।’

নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের দল। শিরোপার দিকে এখনই নজর দিচ্ছেন না সভাপতি। তিনি বলেন, ‘সেরাটাই আমরা চেষ্টা করব। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করাটা বেশি হয়ে যাবে। আমরা চেষ্টা করব যেন আস্তে আস্তে ভালো করতে পারি। প্রথমবারের মতো এটা একটা পরীক্ষামূলক বিষয় হবে। দেখি আমাদের ছেলেরা কেমন করে। তবে এক বছরের নতুন সময় এটা অনেক সময়। আমি এটাকে কোনভাবে কম বলবো না। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব।’

পিছনের ব্যর্থতাকে মনে না এনে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে বিমানবাহিনীর প্রধান বলেন, ‘আমি ইতিহাস বিশ্লেষণ করে সময় নষ্ট করি না, আমি ফ্রেশ স্টার্ট করি। ছেলেরা আমাদের দারুণ একটি সুযোগ করে দিয়েছে। যেন আমরা নতুন করে এগিয়ে যেতে পারি সেই সুযোগটা কাজে লাগাবো। ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব।’

নিজেদের দুর্বলতা স্বীকার করে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘হকিতে এই মুহূর্তে যেমন ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সেটা একটু দুর্বল। তবে সেটা দূর করতে আমরা চেষ্টা করব। বারবারই বলেছি আমাদের মেইন যারা তারা হচ্ছে আমাদের খেলোয়াড়, তাদেরকে আমাদের ঠিক রাখতে হবে। তারা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা ভালো করতে পারবো। হকি ফেডারেশনে আগে যে বাধা ছিল, তা এখন আর নেই। আমাদের এখন একটাই চিন্তা হকির উন্নতি।’

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এশিয়া কাপজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা এনএসসির
সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ প্রধান উপদেষ্টার
যুব হকি দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া পরিষদের