• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭

গায়ানায় গ্লোবাল সুপার লিগে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের ফ্রাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ফ্র্যাঞ্চাইজিটি।

ম্যাচটি ছিল দুই দলের জন্যই ফাইনালে ওঠার লড়াই। জয় পেলেই ফাইনালের হাতছানি ছিল লাহোরের। অপরদিকে ফাইনাল নিশ্চিত করতে রংপুরকে মেলাতে হতো রানরেটের সমীকরণ। সেই সমীকরণেই উতরে গেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে রংপুরের হয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন স্টিভেন টেলর ও সৌম্য সরকার। মির্জা বেইগের বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য।

তিনে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন সাইফ হাসানও। কিন্তু নবম ওভার শেষ হতেই বাগড়া দেয় বৃষ্টি। তখন স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান অপরাজিত ১৪ বলে ২৭ রান করেন। বৃষ্টি বাধায় এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি রংপুর। পরে লাহোরের জয়ের জন্য বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানের।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেরই এলোমেলো হয় লাহোর। মাহেদী হাসানের প্রথম ওভারে তিন বলে তিন উইকেট হারায় তারা। প্রথমটি উইকেট হারায় রান আউটে। পরের উইকেটটি স্ট্যাম্পিং আর শেষেরটিতে বোল্ড হন মোহাম্মদ ফাইজান।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৫ বলে ১১ রান করা মোহাম্মদ আখলাককে ফেরান মাহেদী। ১৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা। এরপর ২০ বলে ৩১ রান করে মির্জা তাহির বেইগ ও ১২ বলে ২৫ রান করে টম অ্যাবেল লাহোরের হয়ে ব্যবধান কমান। ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে তারা।

প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল রংপুর। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুরে বিএনপির নেতাকর্মীরা
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ
বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া