• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ওয়ানডে সিরিজের আগে ক্যারিবিয়ান শিবিরে জোড়া ‍দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আর মাত্র এক দিন পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার আগেই জোড়া দুঃসংবাদ ক্যারিবিয়ান শিবিরে। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

মূলত, পুরনো চোটই ভোগাচ্ছে ফোর্ডকে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাওয়া ঊরুর চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। শামার পায়ে চোট পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাই বাধ্য হয়ে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে হয়েছে ক্যারিবিয়ানদের। ফোর্ড-শামারের শূন্যস্থান পূরণে ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

২০২২ সালে উইন্ডিজের হয়ে একটি টেস্ট খেলেছিলেন মিন্ডলি। তবে ওয়ানডে দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন ব্লেডস।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর মাঠে গড়াবে ৫০ ওভারের ক্রিকেটের লড়াই। এর আগে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল

শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো ইতালি