স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে দুইশ’র আগেই অলআউট ভারত
ভারতের বিপক্ষে পার্থ টেস্টে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৮০ রানে অলআউট করেছে অজিরা। সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক।
শুক্রবার (৬ ডিসেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার যশ্বসী জয়সাওয়াল। তৃতীয় উইকেটে শুভমান গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার লোকেশ রাহুল। দুজনের ব্যাট থেকে আসে ৬৯ রান।
৬৪ বলে ৩৭ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন রাহুল। এদিন স্টার্কের গতির কাছে মাথানত করেছেন কোহলিও। ৮ বলে ৭ রান করে ক্যাচ আউট হন এই কিংবদন্তি ব্যাটার। এদিন ইনিংস বড় করতে পারেননি শুভমান গিলও। ৩১ রান করে আউট হন তিনি।
রাহুল ওপেন করায় এদিন ছয় নম্বরে ব্যাট করতে আসেন রোহিত শর্মা। কিন্তু মাত্র ৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অপর প্রান্ত থেকে দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ত। কিন্তু ইনিংস বড় করতে পারেনি এই উইকেটরক্ষক ব্যাটার। ২১ রান করে আউট হন তিনি।
এরপর রবিচন্দ্রন অশ্বিনকে ২২ রানে এবং হার্সিত রানা শূন্য রানে সাজঘরে ফিরিয়ে নিজের ফাইফা তুলে নেন স্টার্ক। এতে দলীয় ১৪১ রানে ৮ উইকেট হারায় ভারত। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন নীতিশ কুমার।
কিন্তু বুমরাহ শূন্য রানে আউট হলেও নিজেকে আর ধরে রাখতে পারেননি নীতিশ। ৫৪ বলে ৪২ রান করে স্টার্কের ষষ্ঠ শিকার হন তিনি। এতে ১৮০ রানে অলআউট হয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এ ছাড়াও প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড নেন দুটি করে উইকেট।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন