• ঢাকা রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১
logo

বিনা মূল্যে যেভাবে দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
সংগৃহীত
ছবি:সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ বিনা মূল্যে সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ফিফা ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডাজেন এর সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে। এই চুক্তির আওতায় টুর্নামেন্টের ৬৩টি ম্যাচ সরাসরি দেখানো হবে ডাজেন প্ল্যাটফর্মে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেন, এই চুক্তির মাধ্যমে ক্লাব বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে সহজলভ্য ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ডাজেন এবং ফিফা প্লাস প্ল্যাটফর্মের মাধ্যমে ফুটবলপ্রেমীরা বিনা মূল্যে এই প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন। ডাজেনের স্থানীয় ফ্রি-টু-এয়ার সম্প্রচারকদের মাধ্যমে সাব-লাইসেন্সিং সুবিধাও থাকবে, যা ফুটবলপ্রেমীদের আরও বেশি সুযোগ করে দেবে এই ম্যাচগুলো দেখার।

২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এতে অংশ নেবে বিশ্বের শীর্ষ ৩২টি ক্লাব। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

এদিকে টুর্নামেন্টটি মেধাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক হলেও খেলোয়াড়দের অতিরিক্ত কর্মভার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিফপ্রো। তবে ফিফা জানিয়েছে, নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে।


ড্র শেষে পূর্ণাঙ্গ গ্রুপ বিন্যাস

গ্রুপ এ: পালমেইরাস, এফসি পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
গ্রুপ বি: প্যারিস সেন্ট-জার্মেই, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, সিয়াটল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রুপ ডি: ফ্লামেঙ্গো, এসপেরান্স স্পোর্টিভ ডি তিউনিস, চেলসি, ক্লাব লিওন
গ্রুপ ই: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি, ইন্টার মিলান
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বোরুশিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোডি সানডাউনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইনের, জুভেন্টাস
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সাল্সবুর্গ

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত ফেডারেশন সভাপতি
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা