• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫
ভারত-অস্ট্রেলিয়া
ছবি- এএফপি

বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সেই হারটাকে সহজভাবে নিতে পারেনি অজিরা। তাই দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলিদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্টার্ক-কামিন্সরা। অ্যাডিলেডে দিবারাত্রির ম্যাচে ভারতকে ১০ উইকেটে ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ১৮০ রানে অলআউট হয় ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। এতে ১৫৭ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসেও অজিদের পেস ইউনিটে কাছে মাথানত করে ভারতীয় ব্যাটাররা।

১৭৫ রানে অলআউট হয় সফরকারী। এতে মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অজিরা। জবাব দিতে নেমে নাথান ম্যাকসুইনির ১০ রান এবং উসমান খাজার ৯ রানে ভর করে ১০ উইকেট এবং আড়াই দিন হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। রোববার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রান তুলতে পেরেছে রোহিত-কোহলিরা। এতে ১৭৫ রানে অলআউট হয় ভারত।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এ ছাড়াও স্কট বোল্যান্ড তিনটি এবং প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারত থেকে ১ হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ