• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যে কারণে ওয়ানডে সিরিজকে চ্যালেঞ্জিং মনে করছেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি- বিসিবি

টাইগারদের নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ দেখছেন মিরাজ।

রোববার (৮ ডিসেম্বর) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি।

মিরাজ বলেন, এর আগে ওয়েস্ট ইন্ডিজে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম, তখন বেশির ভাগ ম্যাচ এবং সিরিজগুলো জিতেছি। ২০১৮ সালে যখন এসেছিলাম, এই মাঠেই শেষ ম্যাচটা খেলেছিলাম এবং ওই ম্যাচটা জিতেছিলাম। প্রায় ৩০০ প্লাস রান করেছিলাম। আমরা সিরিজ জিতেছিলাম। সবশেষ ২০২২ যখন সালে এসেছিলাম, তখনও ওয়ানডে সিরিজ জিতেছিলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ। কয়েক বছরের পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে থাকলে এবার সিরিজ জয়ে চ্যালেঞ্জ দেখছেন মিরাজ। কারণ, ইনজুরিতে এই সিরিজ থেকে ছিটকে গেছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

এ বিষয়ে মিরাজ বলেন, আমি যেটা মনে করি অবশ্যই আমাদের দলের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং। কারণ, অনেক খেলোয়াড় নেই। আরেকটা জিনিস আশা করি, যারা সুযোগ পাবে তারা যেন স্মরণীয় করে রাখতে পারে।

খেলোয়াড়দের ভালো খেলা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, দলের প্রতিটা খেলোয়াড়ের ভালো খেলা গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে আমার চাওয়া থাকবে সমর্থন করা, বুস্ট আপ করা এবং কীভাবে পারফর্ম করানো যায় সেটা নিয়ে সতীর্থদের সঙ্গে কথা বলা। আর দিনশেষে নিজেও পারফর্ম করা। সবমিলিয়ে আমার চেষ্টা থাকবে সবার মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা।

দলের ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, ব্যাটারদের স্টেপ আপ করতে হবে। আপনি রান যখন করবেন, বোলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের দলের মধ্যে এটাই পরিকল্পনা করছি, ব্যাটাররা কীভাবে রান করতে পারি; বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি, খুব ভালো উইকেট। আমরা ওভাবে পরিকল্পনা করব। কীভাবে খেললে আমাদের দলের জন্য ভালো হবে, ওটা চেষ্টা করব।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো ইতালি