স্কোর নিয়ে সন্তুষ্ট মিরাজ, জয়ে ফেরার আভাস
সেন্ট কিটসে তিন শ’ বলের খেলায় ১৫৫ বলই ‘ডট’, তার পরও স্কোর নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগে ব্যাট করে স্কোরটা একসময় ৩২০ এর আশপাশে থাকবে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো, ২৯৪ করল সফরকারীরা। হারের পর মঞ্চে মিরাজ বলেছেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’
৮.১ ওভারে ২৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়ে একটু ঢিমেতালে শুরুর পর ওয়েস্ট ইন্ডিজ গা ঝাড়া দিয়ে উঠেছে মাঝের ওভারগুলোয়। ৮৮ বলে ৮৬ করেন হোপ। তবে ম্যাচ জেতানো ইনিংসটি রাদারফোর্ডের। ৮ ছক্কা ও ৭ চারে খেলেছেন ৮০ বলে ১১৩ রানের ইনিংস। হোপ ও রাদারফোর্ড মিলে গড়েছেন ৯৯ রানের জুটি, যেটা ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিতও। এরপর রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস মিলে ৫৭ বলে ৯৫ রানের জুটিতে জয়ের সুবাস এনে দেন।
বাংলাদেশের বোলারদের শুরুটা ভালো ছিল। জুটি সময়মতো ভাঙতে না পারাই হারের কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’
মিরাজ এরপর ভুল থেকে শেখার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। এখনো দুটি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার এই গ্রাউন্ডেই।
আরটিভি/এমএম
মন্তব্য করুন