এনসিএল টি-টোয়েন্টি খেলবেন জুনিয়র টাইগার লিডার তামিম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ফরম্যাটের পর এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি।আগামী ১১ ডিসেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।
টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তিনি, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন তামিম।
আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে স্বীকৃতি পেয়েছে এনসিএল টি-টোয়েন্টি। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরটিভি/এমএম
মন্তব্য করুন
মেসির রেকর্ড, জয়ে ফিরল আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন লিওলেন মেসি।
বুধবার (২০ নভেম্বর) বছরের শেষ ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে এ জয় পায় স্ক্যালোনির দল।
এদিন পেরুর বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় অ্যাতলেটিকো মাদ্রিদের সিমিওনেও দলে জায়গা পান। তবে পেরুর বিপক্ষে মাঠে তার কোনও অবদান ছিল না। ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসিরা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিট ও ম্যাচের ৫৫তম মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোল করেন তিনি। এর পরেও একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
পেরুর বিপক্ষে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। এতে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন তিনি। এর আগে মেসির সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
আরটিভি/এসএপি
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে না এ কথা আগেই জানিয়ে দিয়েছে ভারত। এদিকে পিসিবিও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ। এর মাঝেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আরেকটি টুর্নামেন্টে নাম প্রত্যাহার করেছে ভারত।
আগামী ২৩ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি অংশগ্রহণের জন্য দলকে অনুমতি দেয় ভারত সরকার। দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব।
তিনি বলেন, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে।
শৈলেন্দ্র যাদব আরও বলেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। তখন জানিয়েছে, অনুমতি দেওয়া হবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশের পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।
ভারতের আগে এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়েয় নিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। তবে ভারত অংশ না নিলেও দৃষ্টিহীনদের এই বিশ্বকাপ নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান।
দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে, তা আমাদের প্রস্তুতিতে বাঁধা দেবে না।
আরটিভি/এসআর-টি
গোপালগঞ্জ থেকে আইপিএলের নিলামে জায়গা করে নেওয়া কে এই সাকিব?
গত আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়ে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিলাম শেষে ‘সাকিব হুসাইন ইজ নাইট’ ফেসবুকে এভাবেই অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছিল। তারপরই জানা যায় ভারতীয় এই সাকিবের আসল পরিচয়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভড়কে যেতে পারেন পাঠকরা। ভারতের সাকিব হুসাইনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে সেটা বাংলাদেশে নয়, ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে। সেখানেই জন্ম এই পেসারের।
আসন্ন আইপিএলের মেগা নিলামেও রয়েছেন সাকিব। এবারের তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। আগের বার ২০ লাখ ভিত্তি মূল্যতে তাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মঞ্চে উঠে আসার অনেক লড়াই আর সংগ্রাম করতে হয়েছে সাকিব হুসাইনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্ট খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন।
২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সাকিবের। দুর্দান্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ অনুসরন করে বল নির্বাচকদের নজর কাড়েন তিনি। অনূর্ধ্ব ১৯ বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান।
যার ফলে ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে আবারও বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। এরপরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়।
কিন্তু সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। পরের বছরই তাকে দলে নেই কলকাতা নাইট রাইডার্স। মাঠে নামতে না পারলেও তারকা ক্রিকেটারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা।
তাই আশা করা যাচ্ছে, এবারও তার দিকে নজর থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির। গত বছর এক সাক্ষাৎকারে সাকিব বলছিলেন, আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব। ওরা যা খুশি তাই করতে পারে। আমি শুধু বল করার নির্দিষ্ট জুতা এবং বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম কিনব।
আরটিভি/এসআর
বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অক্টোবরের আগে চার ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিল ভিনি-রদ্রিগোরা।
গত মাসে চিলি এবং পেরুকে হারিয়ে ছন্দে ফিরেছিল ব্রাজিল। কিন্তু চলতি মাসে আবারও ছন্দ হারায় সেলেসাওরা। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে তারা। এতে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করেছে ব্রাজিল।
প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে আজ (বুধবার) উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে ড্র করেছে।
টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন থেকে পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।
২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
বিশ্বকাছে বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। আর এই ছয় ম্যাচের ৪টিতে জয় পেতে হবে সেলেসাওদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৭। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপেরট টিকিট।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া ১০টি দলই ১২টা করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া। আর ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।
তাই ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে তাদের চারটি ম্যাচ জিততে হবে। কারণ, পয়েন্ট টেবিলে নিজের ৬ দলের মধ্যে রাখতে হলে ৪টি জয় খুবই গুরুত্বপূর্ণ।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের ৬টা করে ম্যাচ বাকি রয়েছে। তাই যেকোনো অঘটন থেকে রক্ষা পেতে হলে সেলেসাওদের সমানে সেরাটা দেওয়া ছাড়া বিকল্প নেই।
আরটিভি/এসআর/এস
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা
‘সেন্ট্রাল উইকেট’ ব্যবহার করে ব্যক্তিগত অনুশীলন, এ যেন চরম বিলাসিতা। একটি দেশের মূল ভেন্যুর উইকেটে অনুশীলনের বিরল নজির স্থাপন করলেন তামিম ইকবাল। হয়তো তাকে দলে ফেরাতেই হোম অব ক্রিকেটের ক্ষতি করেই এমন ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছেতাই অবস্থা দেশের সেন্ট্রাল উইকেটের। যতটুকু বিশ্রাম মেলে সেখানে তামিমের ব্যক্তিগত অনুশীলনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা ‘এ’ দল। ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে, নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছে বিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিমকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।
তবে এই তিন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে কীভাবে প্রমাণ করবেন সেই বিষয়ে প্রশ্নও তুলছেন অনেক। কেউ কেউ বলছেন, নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটতে পারে এই টাইগার ওপেনারের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? উনি সেন্ট্রাল কন্ট্রাকে নেই। কিন্তু সে আসতেও পারে। সে একজন সাবেক অধিনায়ক। কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল। সে দলে ফিরতে পারে, যদি সে ফিট থাকে।
আরটিভি/এসএপি
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ / তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এই আসরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
আগামী ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। দুবাই ও শারজা দুই ভেন্যুতে আয়োজিত হবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ।
আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ২৬ নভেম্বর শারজাতে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আজিজুল হাকিম তামিমরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), মোহাম্মদ রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই:
কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।
আরটিভি/একে
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশেই নিজস্ব সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। এদেশেই ব্রাজিল-আর্জেন্টিনার নিজ দেশের বাহিরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক। এই দুই দলের মধ্যে খেলায় তো বটে, ব্রাজিল-আর্জেন্টিনা অন্য কোনো দলের সঙ্গে খেলা ম্যাচগুলোতেও জয়-পরাজয় নিয়ে চর্চিত হয় নানা গল্প।
এর একটি হলো- সেভেনআপ গল্প। সেই গল্পে এবার যুক্ত হলো ইকুয়েডরের নাম। শুধু আর্জেন্টিনা-ইকুয়েডর নয়, বরং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে নতুন এই গল্পে এবার যুক্ত হয়েছে আরও দুটি দেশ কলম্বিয়া ও বলিভিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ফুটসাল দল ৭-১ গোলে ইকুয়েডরকে হারায়। এ টুর্নামেন্টে দুইটি ম্যাচে ৭-১ গোলে জয়লাভ করেছে। যেখানে গ্রুপ ‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারায় ।
সেভেনআপ গল্প তৈরির ম্যাচে আর্জেন্টিনার হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। আর জাভিয়ের চিকুইতোর পা থেকে ইকুয়েডরের একমাত্র গোলটি আসে।
গ্রুপ পর্বে চার ম্যাচের দুইটিতে জয় ও দুইটিতে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। তাদের মধ্যে গ্রুপ ‘এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ ‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ জুলাই ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পর্যুদস্ত হয়েছিল ব্রাজিল। সেখান থেকেই ব্রাজিল ফুটবলকে নিয়ে বাংলাদেশে সেভেনআপ গল্প শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকেরা। সেভেনআপ দল বললেই সবাই বুঝে নেন ব্রাজিল দলকে নিয়ে মজা করা হচ্ছে।
আরটিভি/কেএইচ/এআর