এশিয়া কাপজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা এনএসসির
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। আর এই সাফল্যের জন্য যুব ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা ২য়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।
রোববার (৮ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে ভারতকে ১৯৯ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ৩৫.১ ওভারে ১৩৯ রান তুলতে পারে ভারত। এতে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ট্রফি নিয়ে গতকাল (সোমবার) রাতে দেশে ফিরেছেন তামিম-শিহাবরা। এরপর বিসিবিতে গিয়ে শিরোপা জয়ের জন্য কেক কাটেন যুবারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান, নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং এসকে ফাহিম সিনহা।
আরটিভি নিউজ/ এসআর
মন্তব্য করুন