• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রথম ম্যাচে ব্যাটারদের যে ব্যর্থতা দেখছেন কোচ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২২
সালাউদ্দিন
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে ২৯৪ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ দল। কিন্তু বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটে হেরেছে টাইগাররা। তবে ম্যাচ হারের জন্য ব্যাটারদেরও দায় আছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।

‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে ২০ রান করতে পারতাম।’

দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দলের অনুশীলনের সময় কোচদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। তাই কি নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে চাওয়া হয় কোচ সালাউদ্দিনের কাছে।

তিনি বলেন, যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আরটিভি নিউজ/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবি করে প্রচার
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এমবাপ্পের ইনজুরি নিয়ে যা জানালেন কোচ আনচেলত্তি
সিরিজ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন মিরাজ