• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি 

স্পোর্টস ডেস্ক

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

নিয়ম ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এনসিএলের একাদশ তৈরিতে একাধিক নিয়ম ভেঙেছে তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএলের একাদশ তৈরিতে নিয়ম ভঙ্গের ঘটনা বারবার ঘটেছে। টুর্নামেন্টে সহযোগী দেশের সাতজন ক্রিকেটার খেলানো হয়েছে, যা নিয়মবহির্ভূত। তাছাড়া বিদেশি ক্রিকেটারদের স্পোর্টস ভিসা ছাড়াই খেলানো, আর্থিক লেনদেনে গড়মিল এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি লঙ্ঘনের মতো গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া ছয় দলের টুর্নামেন্ট আয়োজন করতে আনুমানিক দুই লাখ ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থ ক্রিকেটারদের স্পোর্টস ভিসা তৈরিতে খরচ হওয়ার কথা থাকলেও অনেক ক্রিকেটারই বৈধ ভিসা ছাড়াই খেলেছেন।

একটি চিঠিতে আইসিসি জানায়, এনসিএল কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্বরা মালিকানায় যুক্ত থাকলেও এনসিএল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।

নিম্নমানের পিচ ও বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত অংশগ্রহণ এনসিএলের ভাবমূর্তি নষ্ট করেছে। নিম্নমানের ড্রপ-ইন পিচের কারণেও খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়েছে।

এতসব সমস্যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রে আর কোনো টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

এনসিএলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য আইসিসির কঠোর অবস্থানেরই প্রমাণ।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা
এনসিএল টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান জিসান
ভারতীয়দের বড় দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
প্রথম যোগাযোগে সিরিয়ার বিজয়ী বিদ্রোহীদের যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র